কাব্যশ্রী পুরস্কার, বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জনক সম্মান, শরৎ সাহিত্য সম্মান, বিভূতিভূষণ স্মৃতি সম্মান, লীলা মজুমদার স্মৃতি সম্মান প্রাপ্ত কবি ও ঔপন্যাসিক। কলকাতার বাসিন্দা সুলতা পাত্র মেদিনীপুর জেলার কাঁথি শহরে জন্মগ্রহণ করেন। উনি স্কুল কলেজ ম্যাগাজিনে নিয়মিত লিখতেন। পরবর্তীকালে বিভিন্ন ম্যাগাজিনে লেখা শুরু করেন। লেখা ছাড়া গান আবৃত্তিতে ও দক্ষতা রয়েছে। উপন্যাস, গল্প ছাড়া উনি কবিতার বইও লিখেছেন।