সৈয়দ মাহমুদ। কবি ও গল্পকার।

উত্তর জনপদের এক ছোট শহর গাইবান্ধায় জন্ম মুক্তিযুদ্ধের অব্যবহিত পূর্বে। ছোট বেলা থেকেই কিছুটা বোহেমিয়ান সৈয়দ মাহমুদ বেড়ে ওঠেন অনেকটা রক্ষণশীল পরিবারে। শৈশব থেকেই প্রকৃতি তাকে টানতো। বিরাণ প্রান্তরে, সারি সারি বৃক্ষের ছায়ায় হাঁটতে কিংবা নদীর পাড় ধরে বহুদূর চলে যেতে অসম্ভব ভাল লাগতো। কৈশোরেই তার মনোজগতে পারিবারিক দেয়ালের বাইরের নানা পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। তিনি প্রগতিবাদে দীক্ষিত হন, মূখ্য হয়ে ওঠে ছাত্র-রাজনীতি। শিক্ষা জীবনে কিছু কিছু লেখা প্রকাশিত হয় স্মরণিকায়, সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কৃতও হন। তার পর দীর্ঘ বিরতি।

পেশাগত জীবনে নানা চড়াই-উৎরাই আর গতিপথ পরিবর্তনের কারনে নিজস্ব ভাবনার জগতে বিচরণ করা হয়ে ওঠেনি। তার তারুণ্য ছিল অপ্রতিরোধ্য। সংগ্রাম করেছেন পরিবারের মাঝে-বাইরে নানা সময়ে। প্রতিকূল স্রোতের বিরুদ্ধে লড়েছেন প্রাণপণ কিন্তু জীবনের কাছে হেরে যাননি। এখনো দূর্দমনীয় স্বপ্ন দেখেন সুন্দর আগামীর- এই স্বপ্নই তার বেঁচে থাকার প্রাণশক্তি।