সৈয়দ সাখাওয়াত কামাল। শখের কবি। পেশায় বৈমানিক, কিন্তু নেশায় আলোকচিত্রশিল্পী। একসময় বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন একটি বেসরকারি বিমান সংস্থায় কর্মরত। বর্তমানে ফুল টাইম বেসামরিক পেশাদার বৈমানিক। উড্ডয়ন আর ছবি তোলার পাশাপাশি, গল্প, উপন্যাস আর কবিতা পড়ে তিনি সময় কাটান।