সোমনাথ ঘোষাল। কবি। ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতার বরানগরে জন্ম। ২০০২ থেকে লেখালিখি। এখনও পর্যন্ত ১২টি বই। তার মধ্যে ২টো উপন্যাস। মূলত কবিতা নিয়ে কারবার। নিজের মতন খুঁজে যেতেই ভালো লাগে। প্রশ্রয় দিয়ে যান নিজেরই যাপনের উৎসবকে।
এখনও অব্দি দুটো শর্ট ফিল্ম। লিরিক। পাশাপাশি বাংলার লোকগান ও হারিয়ে যাওয়া মাটির গান সংরক্ষণের কাজ। "খোঁজ" নামে একটি প্রোজেক্টে। দি আত্মন অডিও'র কর্ণধার।