সৌমনা দাশগুপ্ত। শূন্য দশকের কবি। জন্ম এবং পড়াশোনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়।
দাশগুপ্তর লেখাপড়া অর্থনীতিতে স্নাতক। বর্তমানে কলকাতার বাসিন্দা।
প্রকাশিত বই, 'বেদপয়স্বিনী' ( ২০০৬), 'খেলাহাট' (২০০৮), 'দ্রাক্ষাফলের গান' (২০০৮), 'ঢেউ এবং সংকেত' (২০১৮), 'জিপার টানা থাকবে' (২০১৯)। 'বেদপয়স্বিনী' বইয়ের জন্য ২০০৮ সালে কৃত্তিবাস পুরস্কার পেয়েছেন।