ক্যানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়য়ে এক্সপেরিমেন্টাল বায়োফিজিক্‌স-এর গ্রাজুয়েট স্টুডেন্ট।  দেশে স্নাতক পর্যন্ত পড়াশুনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে। ২০১৬ সালের এপ্রিলে উচ্চশিক্ষার কারণে দেশের বাইরে যাওয়া। ব্লগার হিসেবে পরিচয় খুবই সামান্য, ২০১২-২০১৪ সাল পর্যন্ত মাঝে মাঝে মুক্তমনা, নবযুগ, আমার ব্লগ ও সামহোয়ার ইন ব্লগে লিখেছেন। একাডেমিক কাজের চাপে থাকায় লেখালেখি করতে সময় কমই পান। লেখক হিসেবে তাঁর প্রত্যাশা অসাম্প্রদায়িক বাংলাদেশের।