হোসনেয়ারা বেগম। কবি। জন্ম বাংলাদেশের বরিশাল জেলায়। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।

প্রকাশিত বই: 'বিজন পথের বাঁকে' (কাব্যগ্রন্থ), 'জলের যৌবন' (কাব্যগ্রন্থ), 'জল ও জোৎস্নার প্রেম' (কাব্যগ্রন্থ), 'প্রমিত প্রণয়' (কাব্যগ্রন্থ) ছাড়াও আরো পাঁচটি কাব্যগ্রন্থ যৌথভাবে প্রকাশিত হয়েছে-  'অরুণিমা', 'শব্দ শৈলি', 'নিস্বর্গ পদাবলী অমর একুশে গ্রন্থ মেলা', 'কলম চলবে' প্রথ ম ও দ্বিতীয় খণ্ড (ভারত থেকে) প্রকাশিত হয়।