জানি তো ফারাক নেই

কাকন রেজা
কবিতা
Bengali
জানি তো ফারাক নেই

জানি তো ফারাক নেই

জানি তো ফারাক নেই,
বৃষ্টির জল ক্যামোফ্লেজ ধুয়ে না দিলেও জানি
তাই তো অপেক্ষা নয়, প্রতীক্ষায় থাকি
অপেক্ষা মানে নিরর্থক প্রার্থনা
প্রতীক্ষায় দেবীও মানুষ হয়ে ওঠে

তুমি স্পষ্ট করার আগেই জানি
রেখে দেয়া কবিতাখানির মতো স্পষ্ট
বোধ আর বিস্ময়ের গুরুত্ব থেকেও জানা যায়
মূলত সে ফারাকটা কোথায় ছিলো
জানি তো, পরিষ্কার করেই জানা আছে

আপাতত ক্যামোফ্লেজ থাক
তুমি সুস্থ হয়ে ওঠো মন ও মননে
বয়কাট চুল ঘাড় ছাড়িয়ে পিঠে নামুক
ক্লান্ত ঠোঁট চুমুর যোগ্য হয়ে উঠুক
অতঃপর বৃষ্টির জল ও মধ্যরাত ফিরুক শীৎকারে

 

আমার বেড়ালটা

আমার বেড়ালটা মারা যাচ্ছে
ওর প্রায় স্থির হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে আমি
নিজেকে দেখছি, দৃশ্যমান শূন্যতায়

ওষুধ কাজ করছে না, সাথে আমার মস্তিষ্ক
কোথায় যেন একটা পেরেক বিঁধে আছে
কোথায় যেন একটা সুতীক্ষ্ণ ব্যথা

তোমার চলে যাওয়ার আগেও এমন হয়েছিলো
তোমার চোখও ছিলো শূন্য, সাদা ক্যানভাস
সব ছবি মুছে গিয়েছিলো

আমার বেড়ালটা মারা যাচ্ছে
আমি মৃত্যুর মুখোমুখি বসে স্মরণ করছি
ক্রমেই ঝাপসা হয়ে যাওয়া স্মৃতি আর বিস্মৃতির শূন্যতা

 

 

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

কবুতর

কবুতর

অগ্নিকাণ্ড আমার চৌহদ্দিতে ধ্বংসস্তুপের ভীড় পুনর্বার নুয়ে পড়া অতীতের তীর জীবনের মাঝপথে রেখে যায় সম্পর্কের…..