শুধু তুমি

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
শুধু তুমি

 

জীবনের ভাঁজে ভাঁজে কথার ফুলঝুরি
কিছু সুখ কিছু হাসির মাখামাখি
হৃদয়ের স্পন্দনে সাজানো বাগান
ফুলের গন্ধে ভ্রমরের আনাগোনা নিরবধি
তবু অভিমানের দেয়াল স্থির দাঁড়িয়ে আছে
অবেলায় হাঁক ছাড়ে মৌনতার বেড়াজাল
কাঁটার আঘাতে ভালোবাসা নিরব দহন
একমুঠো প্রত্যাশা যেন আঁধারে হাতছানি
নিরন্তর পথচলা অজানায় ফেলে নোঙর
দূরের মোহনায় ঢেউয়ের স্রোতে আঘাত
যৌবনের তৃষ্ণা সুধায় বিভোর নেশার মত্তে
তুমি আমি শুধু অচেনা শব্দের মত
হঠাৎ কাপুনিতে জোৎস্না আলো মাখায়
প্রেম ধোঁয়াশায় শ্রাবণের কালো মেঘ
বাতাসে ভেসে ভেসে অজানায় হারায়
চেনা হাসিতে তুমি যেন আলোর শিখা
আশার প্রদীপ হয়ে এলো মোর দুয়ারে।

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ