অনুশ্রী তরফদার

অনুশ্রী তরফদার
কবিতা
Bengali
অনুশ্রী তরফদার

দীক্ষা

তুমি দখিন কোণের দিকে একটু একটু করে
সরে যেতে যেতেও রাগে লাল হয়ে উঠছ ক্রমশ,
আলপথে হাঁটতে হাঁটতে চোখ বলছে, একটু চোখালাপ হতেই পারে।

এতো লাল তোমার মুখ- ভয়ে নয়, অহঙ্কারে মাথা উঁচু করে,
তোমার কাছ থেকে সাহস নিতে চাই।

সবুজ ক্ষেত তোমার আলোয় ধিরে ধিরে সোনালী থেকে লালচাদরে মুড়ছে,
জেগে ওঠার গান নিয়ে তুমি দীক্ষাগুরুর বেশে।

জিঘাংসা

কলি হতে ফুল ফোটার বাড়ন্ত সময়ে সহবাসে সহোদল,
স্বৈরাচারী মালীর উৎপাটিত যন্ত্রণা- নীরব কান্নায় বৃন্তের বিলাপ।

হিসেবের জাবেদা খাতা উন্মুক্ত নিষ্ঠুর
লাভ-ক্ষতির চতুর খেলা,
কিশোর প্রেমের অনুমানের ছোঁয়াতে লুটিয়ে পড়ছে অসহায় এতিম।

একটা একটা পাপড়ি গণিতের সরঞ্জাম,
সাফল‍্য না ব‍্যর্থ, মুনাফা কিংবা লোকসান! সময় কাঠগড়ায়।

অনুশ্রী তরফদার। কবি ও সম্পাদক। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের শিলিগুড়ি। দ্রোহকাল নামক ছোট কাগজ সম্পাদনা করেন।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ